Home » » ফুলবাড়ীতে আন্তর্জাতিক মহান মে দিবস পালনে র‌্যালী

ফুলবাড়ীতে আন্তর্জাতিক মহান মে দিবস পালনে র‌্যালী

চিলাহাটি ওয়েব ডটকম : 02 May, 2017 | 12:49:00 AM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি, চিলাহাটি ওয়েব :দিনজপুরের ফুলবাড়ী মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল ৮টায় ফুলবাড়ী মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে আন্তর্জাতিক মহান মে দিবস পালনে ৪ শতাধিক শ্রমিক একটি র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড মটর পরিবহন শ্রমিক ইউনিয়নে এসে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউনিয়নের সভাপতি মোঃ শাহাজাহান আলী সরকারের সভাপতিত্বে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মহাসিন আলী সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সভাপতি মো. শাহাজাহান আলী সরকার, সহ-সভাপতি মো. হাফিজ সরকার,সাবেক পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সাবেক যুগ্ন সম্পাদক মো. মেহেদুল ইসলাম (ড্রাইভার), মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সাবেক সম্পাদক মো. সেকেন্দার আলী দুলাল, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সদস্য মো. বেলাল হোসেন ( ড্রাইভার), মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার সদস্য মো. এমদাদুল হক। এ সময় মে দিবস পালনে ফুলবাড়ী মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ফুলবাড়ী শাখার ইউনিয়ন কার্যালয়ে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল সদস্য ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।