Home » » পঞ্চগড়ের আটোয়ারীতে বিজিবি কর্তৃক সাউন্ড গ্রেনেড উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারীতে বিজিবি কর্তৃক সাউন্ড গ্রেনেড উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : 01 May, 2017 | 12:08:00 AM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ বিজিবি কর্তৃক সাউন্ড গ্রেনেড উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। 

বিজিবি সূত্রে জানাগেছে, গতকাল রবিবার সকালে উপজেলার ধামোর ইউনিয়নের জোতদারপাড়া কোম্পানি সদর ক্যাম্পের মেইন পিলার ৪১১ হইতে বাংলাদেশের অর্ভন্তরে জনৈক মালেক এর চা বাগানে ১টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। 

১৮ বিজিবির জোতদারপাড়া কোম্পানি সদরের কোম্পানি কমান্ডার সুবেদার দিদার আহম্মেদ এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য এই সাউন্ড গ্রেনেড উদ্ধার করেন। 

উদ্ধারকৃত সাউন্ড গ্রেনেড সিজারলিষ্ট করে আটোয়ারী থানায় জমা দেন। গ্রেনেড উদ্ধারের বিষয়টি আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম সংবাদকর্মীদের নিশ্চিত করেন।