Home » » চিরিরবন্দরে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেরাদের সেরা

চিরিরবন্দরে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেরাদের সেরা

চিলাহাটি ওয়েব ডটকম : 04 May, 2017 | 7:11:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : চিরিরবন্দরে এসএসসি পরিক্ষার ফলাফলে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেরাদের সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। আজ বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর প্রাপ্ততথ্যে জানা গেছে, উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭৭ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ৭৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্য দুজন শিক্ষার্থী ৪.৯১ গ্রেড পেয়েছে। প্রতিদ্বন্দ্বি আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ১৩২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ভাল ফলাফল করায় আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম জানান, অত্যন্ত যতœ ও নিবিড় তত্ত্বাবধান করায় এ ফলাফল অর্জিত হয়েছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিতে নবম ও দশম শ্রেণির অনুমতি দেয়া হলে আরো ভাল ফলাফল করা হবে। দিনাজপুর শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্তৃপক্ষের সম্মিলিত চেষ্টা ও সাধনাই সম্ভব ভাল ফলাফল অর্জন করা। আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, শিক্ষার্থীরা শতভাগ পাশ ছাড়াও ভাল ফলাফল করেছে। এছাড়াও উপজেলার স্বায়ত্বশাসিত অন্য প্রতিষ্ঠানগুলোর ফলাফল ভাল।