Home » » বদরগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বদরগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

চিলাহাটি ওয়েব ডটকম : 24 May, 2017 | 12:15:00 AM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে প্রচন্ড ঝড়োহাওয়ায় গাছপালা, ফল-ফসল, মোবাইল টাওয়ার ও বাড়ী ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় আঘাত হানার পর কুতুবপুর, লোহানীপাড়া, কালুপাড়া ও মধুপুর এই ৪টি ইউনিয়নের ব্যাপক ক্ষতিসাধন হয়। সেইসাথে ওই অঞ্চলে বিদ্যুতের খুঁটি উফড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এঘটনার পর কুতুবপুর ও লোহানীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকরা সহ ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন করেন। এবিষয়ে গতকাল মঙ্গলবার উপজেলার কাঁচাবাড়ী শাহপাড়া গ্রামের শফিয়ার রহমান (৩৬) জানান, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঝড়োহাওয়ায় কয়েক হাজার গাছপালা উফড়ে পড়েছে। এছাড়াও অনেক ঘরের চালা উড়ে যায়। একই ইউনিয়নের মনিরেরপাড়া গ্রামের তহমূল হক (৬৮) জানান, সোমবার রাতের কালবৈশাখী ঝড়ে আমার বাড়ীঘর ভেঙ্গে পড়েছে। এমনকি ঝড়ে মন্ডলেরহাট বাজারের একটি মোবাইল টাওয়ার ভেঙ্গে পড়ে। কুতুবপুর ইউনিয়নের রোস্তমাবাদ গ্রামের হুমায়ুন কবির (৩৮) জানান, সড়কের উপর গাছপালা ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেকের ঘরের টিন উড়ে গিয়ে লাপাত্তা হয়ে যায়। একই এলাকার ফকিরপাড়া, বালাপাড়া ও নাগেরহাট অঞ্চলের সমানতালে ক্ষতি হয়। কালুপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের লোকমান হোসেন (৩৭) জানান, ঝড়ে এই অঞ্চলে সব চেয়ে আম লিচু কলাবাগান ও ফসলের ক্ষতি হয়েছে। চাষীদের করলা পটল ও মিষ্টি কুমড়ার মাচা (জাংলা) ভেঙ্গে পড়েছে। মধুপুর ইউনিয়নের পাকেরমাথা গ্রামের সাইফুল ইসলাম (৪৬) জানান, গ্রীষ্মকালিন ফল, ফসল ও বাড়ীঘরের পাশাপাশি অনেক বিদ্যালয়ের টিনের চালা উড়ে গেছে। কিন্তু এসব লিখে কি হবে? প্রতি বছরই ঝড়োহাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আমরা কোন সাহায্য সহযোগীতা পাইনা। এপ্রসঙ্গে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আতিয়ার রহমান দুলু ও লোহানীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রাকিবহাসান ডলু শাহ বলেন, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে তাদের নামের তালিকা প্রণয়ন করার কাজ চলছে।