Home » » গাইবান্ধায় ডিসির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে (বিএমএসএফ) স্মারকলিপি প্রদান

গাইবান্ধায় ডিসির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে (বিএমএসএফ) স্মারকলিপি প্রদান

চিলাহাটি ওয়েব ডটকম : 21 May, 2017 | 11:35:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাপ্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সাংবাদিক পেটানো ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান কিবরিয়া সিকদারকে অবিলম্বে গ্রেফতার সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী নিকট স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মবস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখা । 
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধাজেলা শাখার আহবায়ক আব্দুল হান্নান আকন্দ ও সদস্য সচিব জাভেদ হোসেন স্বাক্ষরিত স্বারকলিপি প্রদান করেন। ২১ মে রোববার দুপুরের পৌনে একটার দিকে জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শফিকুল ইসলামের হাতে এ স্মারকলিপি তুলে দেন জেলা (বিএমএসএফ) আহবায়ক আব্দুল হান্নান আকন্দ, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব জাভেদ হোসেন । 
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা বনানীর হোটেল রেইন্ট্রির মালিক বিএইচ হারুন এমপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশিত ষ্ট্যাসে লাইক দেন কাঁঠালিয়ার সাংবাদিক বাদল। এরই প্রেক্ষীতে বিএইচ হারুনের নির্দেশে কাঁঠালিয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান কিবরিয়া সিকদারের পালিত সন্ত্রাসীরা ১৬ মে সাংবাদিক বাদলকে ব্যাপক মারপিট করে গুরুতর আহত করে। 
এ ঘটনার পরও গত ১৮ মে ওই সন্ত্রাসীরা কাঁঠালিয়া বিএমএসএফ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। আমরা এঘটনায় গভীর নিন্দা জানিয়ে সাংবাদিক বাদলের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। পাসাপাশি দেশে অব্যহত সাংবাদিক নির্যাতন বন্ধে যুগউপযুগী একটি আইন প্রনয়নে জোর দাবী করেন।