Home » » গাইবান্ধায় বিশ্ব মা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় বিশ্ব মা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 15 May, 2017 | 12:10:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধায় বিশ্ব মা দিবস ২০১৭ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 ১৪ মে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের গাইবান্ধার আয়োজনে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও সদর আসনে এমপি মাহবুব আরা বেগম গিনি। 
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার অতিরিক্ত ম্যাজিস্টেড রুখসানা বেগম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদাউস,পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, নারী নেত্রী পারুল বেগম,সাংবাদিক সরকার মোঃ শহিদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমুখ।এসময় জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।