Home » » চিরিরবন্দরে নির্বাচিত পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষন

চিরিরবন্দরে নির্বাচিত পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষন

চিলাহাটি ওয়েব ডটকম : 15 May, 2017 | 12:01:00 AM

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের চিরিরবন্দরে নির্বাচিত পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার সকাল ১১টায় উপজেলা রিসোর্স সেন্টারের অডিটোরিয়ামে পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষনে ঢাকা পাট অধিদপ্তরের যুগ্ম-সচিব ও প্রকল্প পরিচালক (প্রমাসন ও অর্থ) লোকমান আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী, পাট অধিদপ্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহমুদুল হাসান, দিনাজপুর পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, চিরিরবন্দর উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুল আলম উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে উপজেলার এক’শ পাট চাষী অংশগ্রহন করেন। প্রশিক্ষন শেষে সকল প্রশিক্ষনার্থী পাট চাষীদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়।