Home » » বদরগঞ্জের প্রবীণ সাংবাদিক রউফের অকাল মৃত্যু

বদরগঞ্জের প্রবীণ সাংবাদিক রউফের অকাল মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 12 May, 2017 | 4:58:00 PM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি, চিলাহাটি ওয়েব :রংপুরের বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুর রউফ সরকার আজ শুক্রবার সকাল ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসি ইউ বিভাগে অগ্ন্যাশয় প্রদাহ সমস্যা জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ.....রাজিউন)। 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪বছর। এসময় তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বদরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জুম্মার নামাজের যানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, প্রবীন সাংবাদিক আব্দুর রউফ সরকার বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগের আলো পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার এ অকাল মৃত্যুতে বদরগঞ্জের সকল সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনসহ সর্ব স্তরের মানুষ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
 এদিকে, এক শোক বার্তায় চিলাহাটি ওয়েব পরিবারের পক্ষে চিলাহাটি ওয়েব ডমকম এর প্রকাশক ও সম্পাদক আপেল বসুনীয়াও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।