Home » » সৈয়দপুরে ২৪’শ পিছ ইয়াবাসহ আটক ৩

সৈয়দপুরে ২৪’শ পিছ ইয়াবাসহ আটক ৩

চিলাহাটি ওয়েব ডটকম : 21 May, 2017 | 6:16:00 PM

এম এ মোমেন, নীলফামারী ব্যুরো,চিলাহাটি ওয়েব : নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষণপুর থেকে ২৪০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষণপুরের ব্রাক্ষণপাড়া (হিন্দুপাড়া) থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে বিপ্লব (২৮) এবং রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের আফজাল হোসেনের ছেলে কলেজ ছাত্র রাশেদ (১৮) ও নাসির উদ্দিনের ছেলে মেহেদি (১৮)।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম চিলাহাটি ওয়েব ডটকমকে চিলাহাটি ওয়েব ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।