Home » » দিনাজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 30 April, 2017 | 11:58:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : রোববার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ শহরের নয়নপুরস্থ কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাহিনীর সদর দপ্তরের পরিচালক একেএম মিজানুর রহমান, বিশেষ অতিথি রংপুর রেঞ্জের পরিচালক কাজী সাখাওয়াত হোসেন, সিভিল সার্জন মোঃ সাদেক মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক রেজাউল করিম, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক ঢাকা বিভাগ পরিচালনা পর্ষদের পরিচালক রেজিনা আক্তার। সমাবেশ শেষে সফল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সেলাই মেশিন, বাই সাইকেল, টেলিভিশনসহ বিভিন্ন সামগ্রী পুরস্কার হিসেবে প্রদান করা হয়।