Home » , » আবারও প্ল্যান সন্মাননা পেলেন সাংবাদিক আপেল বসুনীয়া

আবারও প্ল্যান সন্মাননা পেলেন সাংবাদিক আপেল বসুনীয়া

চিলাহাটি ওয়েব ডটকম : 25 August, 2014 | 12:00:00 PM

আশরাফুল হক কাজল,স্টাফ রির্পোটার,চিলাহাটি ওয়েব : পর পর দু' বার সাংবাদিক সন্মাননা পেলেন চিলাহাটির গৌরব দৈনিক আজকালের খবর চিলাহাটি প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল চিলাহাটি ওয়েব এর চেয়ারম্যান আপেল বসুনীয়া।
নারী নির্যাতন,বাল্য বিবাহ রোধ,নারী ও শিশু উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ সাহসিকতার সাথে সর্বাধিক প্রকাশের কারনে সময়ের সাহসী সাংবাদিক হিসাবে ইলেক্ট্রনিক্স মিডিয়া ক্যাটাগরিতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর সহযোগীতায় এবং গার্ল পাওয়ার প্রজেক্ট এর উদ্দ্যেগে তাকে এ সন্মাননা ক্রেস্ট দেয়া হয়।
উল্লেখ্য, বাল্য বিবাহ,নারী নির্যাতন রোধের কারনে সাংবাদিক আপেল বসুনীয়া প্ল্যান সন্মাননা ২০১৩ পেয়েছিল। এবারও তিনি একই ক্যাটাগরিতে (ইলেক্ট্রনিক্স মিডিয়া ক্যাটাগরিতে ) সন্মাননা ক্রেস্ট পেলেন।
পর পর দু'বার সন্মাননা পাওয়াতে বিশিষ্ট সমাজ সেবক রকিব হোসেন রণ বলেন, নারী ও শিশু নির্যাতনের সংবাদ পাওয়া মাত্রই দ্রুত ঘটনা স্থলে ছুটে যায় আপেল বসুনীয়া। সময়ের সাহসী সাংবাদিক হিসাবে তার অবদান অনেক।